Tuesday, October 20, 2015

পুনঃমিলনি বিষয়ক


গতকাল রেজা ভাইয়ের একটি পোস্ট দেখলাম পুনঃমিলনি বিষয়ক।।দেখে অত্যন্ত আনন্দিত হলাম।।রেজা ভাই,আতিক ভাই,পুলক ভাই,চাদ বুবু,কমু ভাই,টিনকু ভাই,জসিম ভাই,শাহিন ভাই,রাসেল ভাই সহ যারা এই পেজটিকে টিকেয়ে রাখতে প্রানান্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত তাদের অভিনন্দন।।তারিক ভাই ইস্যুতে সকলের আন্তরিকতা ভাষায় প্রকাশ করার মত নয়।।আল্লাহ আমাদের সহায় হোক,আমিন।।আজ শাহিন ভাইয়ের সাথে আমার অনেকহ্মন আলাপ হল পুনর্মিলনি বিষয়ে।।আমি ব্যাক্তিগত ভাবে মনে করি অনুষ্ঠান হতে হবে আমাদের প্রানপ্রিয় বিদ্যালয় প্রাংগনে।।সিএসএম এর একমাত্র জিবন্ত কিংবদন্তি এই বিদ্যালয়।।এটি ব্যাতিত আমাদের আর কোন স্থান আমাদের আবেগের সাথে সংগতি পুরন নয়।।আশা করি সবাই অতিত স্মৃতি এবং আমাদের আবেগকে মুল্যায়ন করবেন।।ভুল হলে হ্মমা সুন্দর ভাবে দেখবেন।।সবাইকে আমার পহ্ম থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি।।

No comments:

Post a Comment