Tuesday, October 20, 2015

একটা সুষ্ট বিচারের দাবি নিয়ে এসেছি

- Tinku


আমি বিব্রত এবং নিরাপত্তা হীনতায় আছি। জাবেদের বিবাহ্ নিয়ে আমার আগ্রহটা একটু বেশী কারণ সে আমার খুব ভাল বন্দু। ঐ অতি আগ্রহের কারণে আমাকে দুই বড় ভাই রিতিমত হুমকী দিয়েছে। সেই দুই সন্মানিত বড় ভাইরা হলেন - জসিম ভাই ও নাজমুল ভাই। আমি বুঝে উঠতে পারছি না জাবেদকে আয়বুড়ো বানিয়ে জসিম ভাইয়ের লাভ কি? নাজমুল ভাই তার শালিকাকেও দিবে না। জাবেদের বিয়ে নিয়েও কথা বলতে দিবে না।
আমি প্রধানমন্ত্রী এবং শিশু ও নারী মন্ত্রীদয়ের দৃষ্টি আকর্ষন করছি এবং এর সুষ্ট বিচারের দাবি করছি।

( বি: দ্র: কুমু ভাইয়ের সাথে এক মত প্রকাশ করে, যে কোন দিন অনশনের ডাক দেওয়া হতে পারে)

No comments:

Post a Comment