Thursday, October 22, 2015

আমার বন্ধু আসিফের ছেলে আনাস



আমার বন্ধু আসিফের ছেলে আনাস। আসিফ ই আমার একমাত্র বন্ধু যার সাথে আমার ১৯৯০ থেকে নিরবচ্ছিন্ন যোগাযোগ। প্রায় ২ বছর আগে ওর ওয়াইফ এর ব্লাড লাগছিল। আমি শুনেই ভোরবেলা দৌড় দিয়েছিলাম যেহেতু আমার ব্লাড গ্রুপ আর ওর ওয়াইফ এর ব্লাড গ্রুপ একই। কয়েকদিন আগে আমার ওয়াইফ এর ব্লাড দরকার ছিল কি আযব কাছে পেলাম আমার এই বন্ধু টাকেই।
আজ আমাকে প্রথম দেখাতেই ওর ছেলে আমাকে জাপ্টে ধরে জরিয়ে ধরলো। মনে হয় যেন অনেক আগে থেকেই চেনে। আসিফ বলল এই কাজ টা ওর ছেলে কারো সাথেই করেনা।


No comments:

Post a Comment