Thursday, October 22, 2015

রাত এখন ২.২০



কিছুদিন ধরে খুব চিন্তা করতে ছিলাম -------
এই পেজ ঘুরে ঘুরে বেশি রাত জাগা একদম উচিৎ না । এই অভ্যাস ছাড়তে হবে।

তাই ছেড়ে দিলাম।

ইয়ে ঐ চিন্তাই ছেড়ে দিলাম । tongue emoticon tongue emoticon

Don’t want to survive
Want to live

Want to see more heavenly faces
Want to see more writing from their abstract satiric thoughts

Which can very decisively assist the page to meet its desired goal. !!!!!!!!!


আজ রাতে বুকের গভীরে
এই কেবিনে ইটের দেয়ালে
ছিলনা কেও যে দেওয়ার প্রেরনা smile emoticon smile emoticon
যন্ত্রে বাঁধা মন, ছিল ক্লান্ত অসহায়
ম্রিয়মান দুঃখের ছায়ায়।


দেবদূত রা এভাবে হঠাৎ করেই আসে!!!!! smile emoticon smile emoticon
আর ম্যাজিকেল কিছু মুহূর্ত, কিছু মিরাকল!!!! smile emoticon smile emoticon

তার পরপর ই
মনের টিউন চেইঞ্জ হয়ে তারিক ভাইয়ের সুরে ভাসতে থাকে

আর নয় সময় ক্লান্তিহীন মিছিলে
আর নয় আঁধার, তোমরা সপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
আজকে শুনি আনন্দধ্বনি
শুন্য আশার জীবন্ত ভাষায়,
আসছে দিনগুলোতে দেখেছি প্রানের মোহনা ..................

No comments:

Post a Comment