চরম মাথা ব্যাথা নিয়ে ঘুম থেকে জেগে উঠলাম। এনিয়ে চারদিন চলছে লাগাতার। উপায় না দেখে আবার গেলাম ডাঃ এর কাছে।
ডাঃ- ভালো করে দেখলো, হুম... তো কি কাজ করা হয়?
মি- শিপিং কোম্পানী, সারাক্ষন email পড়ি আর reply দেয়। নয়টা থেকে পাচঁটা কি ছয়টা পর্যন্ত এইভাবে চলে। ডকুমেনট রেডি করা আরো বিভিন্ন ধরনের টেবিল work প্রায় থাকে।
ডাঃ- ভালো করে দেখলো, হুম... তো কি কাজ করা হয়?
মি- শিপিং কোম্পানী, সারাক্ষন email পড়ি আর reply দেয়। নয়টা থেকে পাচঁটা কি ছয়টা পর্যন্ত এইভাবে চলে। ডকুমেনট রেডি করা আরো বিভিন্ন ধরনের টেবিল work প্রায় থাকে।
ডাঃ- আর কোন কাজ করেন না এই যেমন ধরেন সোসাল নেটওয়ার্ক/ফেসবুক, রাত জেগে টিভি দেখা....
মি- আগে তো প্রচুর টিভি দেখতাম কিন্তু কিছুদিন থেকে এই টিভির সাথে সোসাল নেটওয়ার্ক যোগ দিছে।
ডাঃ- তাহলে আর আমার দরকার কি? আগে ওদেরকে ত্যাগ করেন, তারপর কি করা যায় দেখবো। চশমার পাওয়া -০.৭৫ থেকে হয়ে গেলো +০.৫০ ব্যাবহার করে দেখেন আর এতে যদি পরিবর্তন না হয় বুঝবো আপনার অভ্যাস পরিবতর্ন হয়নি।
মি- মনে মনে ডাঃ এর চৌদ্দগোষ্টি উদ্ধার করে হাশি মুখে বেরিয়ে আসলাম।
কি আর করা ২ দিন মোটা মুটি সোসাল নেটওয়ার্কের বাইরে ছিলাম, মাঝে মধ্যে ১টা ২টা লাইক দিয়ে পালায় আসতাম... কিনতু এযে দেখছি চরম কঠিন কাজ...
No comments:
Post a Comment