- Jashim Uddin
শিক্কক: হোম ওয়ার্ক করেন নাই?
ছাত্র: মাথা গরম আগে বলো সিগারেট আনছো নাকি?
বাহ কি শ্রদ্বেয় সম্পর্ক!!! ছাত্র শিক্ককের মধ্যে।আড্ডা, ডাব চুরি, মুরগি চুরি,সবই একসাথে হয় আবার যার যা সম্মান তা পালন করা হয়।ছাত্র বয়সে অনেক বড় হলেও এস এস সি পাশের ইচ্ছা পোষন করলো শিক্কক সে মিশনে যোগ দিয়ে নিজেকে ইতিহাসের স্বাক্কী করতে বদ্বপরিকর।শিক্কক গোপনে ছাত্রকে এমন এক স্কুলে ভর্তি করালো যেখানে অনায়াসে নকল করা যায়।তারপর মহাউৎসাহের সাথে শুরু করে দিল প্রস্তুতি। ছাত্রের চেয়ে শিক্ককের ব্যস্ততাই বেশী।প্রস্তুতি নিতে গিয়ে দেখা গেল ছাত্র দেখে দেখে ও লিখতে পারে না।সো রেগুলার হোম ওয়ার্ক হচ্ছে দেখে দেখে লেখা।পরীক্কা সন্নিকটে শুনলাম মহাধুমধামের সাথে চলছে পরীক্কার প্রস্তুতি। অবুঝ মনকে বুঝাতে না পেরে একদিন দেখতে গেলাম।সত্যই মহা আয়োজন, বাজার থেকে আনা নুতন নুতন গাইড বইয়ের ম্যাক্সিমাম পাতাই নাই।টেবিলের উপর ছড়ানো চিটানো চুরি, কাছি,বই সেলানোর সুই সুতা,ইলাস্ট্রিক ইত্যাদি ইত্যাদি।পরীক্কার সাথে এসবের সম্পর্ক কি জানতে চাইলে উত্তর এলো - যা বুঝসনা তা নিয়ে কথা বলবি না। ধমক খেয়ে চুপচাপ।
শিক্কক: হোম ওয়ার্ক করেন নাই?
ছাত্র: মাথা গরম আগে বলো সিগারেট আনছো নাকি?
বাহ কি শ্রদ্বেয় সম্পর্ক!!! ছাত্র শিক্ককের মধ্যে।আড্ডা, ডাব চুরি, মুরগি চুরি,সবই একসাথে হয় আবার যার যা সম্মান তা পালন করা হয়।ছাত্র বয়সে অনেক বড় হলেও এস এস সি পাশের ইচ্ছা পোষন করলো শিক্কক সে মিশনে যোগ দিয়ে নিজেকে ইতিহাসের স্বাক্কী করতে বদ্বপরিকর।শিক্কক গোপনে ছাত্রকে এমন এক স্কুলে ভর্তি করালো যেখানে অনায়াসে নকল করা যায়।তারপর মহাউৎসাহের সাথে শুরু করে দিল প্রস্তুতি। ছাত্রের চেয়ে শিক্ককের ব্যস্ততাই বেশী।প্রস্তুতি নিতে গিয়ে দেখা গেল ছাত্র দেখে দেখে ও লিখতে পারে না।সো রেগুলার হোম ওয়ার্ক হচ্ছে দেখে দেখে লেখা।পরীক্কা সন্নিকটে শুনলাম মহাধুমধামের সাথে চলছে পরীক্কার প্রস্তুতি। অবুঝ মনকে বুঝাতে না পেরে একদিন দেখতে গেলাম।সত্যই মহা আয়োজন, বাজার থেকে আনা নুতন নুতন গাইড বইয়ের ম্যাক্সিমাম পাতাই নাই।টেবিলের উপর ছড়ানো চিটানো চুরি, কাছি,বই সেলানোর সুই সুতা,ইলাস্ট্রিক ইত্যাদি ইত্যাদি।পরীক্কার সাথে এসবের সম্পর্ক কি জানতে চাইলে উত্তর এলো - যা বুঝসনা তা নিয়ে কথা বলবি না। ধমক খেয়ে চুপচাপ।
শিক্কক ছাত্রকে খুব মনোযোগ দিয়ে বুঝিয়ে দিচ্ছে- হলে পরিদর্শক আসলে কি করতে হবে, পাশের ছাত্রর সাথে কেমন ব্যবহার করতে হবে,নকল ধরা পড়লে কি করবে,কোন প্রশ্নের উত্তর আগে লিখবে,কখন বাথরুমে যাবে , দুবার বাথরুমে যেথে হলে কিভাবে ম্যানেজ করবে ইত্যাদি ইত্যাদি।আমি মুগ্ধ হয়ে তাদের প্রস্তুতির প্রক্রিয়া দেখছিলাম।হঠাৎ টেবিলের উপর কবিতার মত কি যেন দেখলাম।মনোযোগ দিয়ে দেখলাম লেখা আছে-------
ডাহা ডাপ ডাপা ডামো,
বাহা বাপ বাপা বামো।
ডাহা ডাপ ডাপা ডামো,
বাহা বাপ বাপা বামো।

একটু অবাক হয়ে জিগ্যেস করলাম ভাই এটা কিসের কবিতা? শিক্কক আমাকে বুঝিয়ে দিল - ডা- মানে ডান আর হা -মানে হাত। একই ভাবে বা- মানে বাম আর হা- হাত। একই ভাবে ডা এবং বা কে কমন রেখে প- মানে পকেট,পা- মানে পা, মো - মানে মোজা।অর্থাৎ এগুলো কোন নকল কোথায় থাকবে সেই সুত্র।এই মহা প্রস্তুতির কাছে হার মেনে আড্ডায় ফেরত এলাম।পরীক্কা চলছে ছাত্র শিক্কক মহাব্যস্ত আমাদের সাথে কথা বলার অবসরও নাই।কোন প্রশ্ন করলে এড়িয়ে যায়।কি আর করা বুদ্বি শুদ্বি যখন তখন চুপচাপই থাকি।হঠাৎ একদিন পরীক্কা চলাকালীন সময়ে দুজনেই আড্ডায়।কৌতুহল বসত প্রশ্ন করলাম আজ পরীক্কা নাই? ছাত্র উত্তেজিত ভাষায় উত্তর দিলো- গাধাইয়া( মানে শিক্কক) পরীক্কার রুটিন লিখতে ভুল করছে।শিক্কক পাল্টা উত্তর দিলো- এসব বেকুব( মানে ছাত্র) নিয়ে কই যাই দেখি দেখি পরীক্কার রুটিনটাও যদি লিখতে নাপারে।দুজনের মধ্যে বাদানুবাদ শুরু হয়ে গেলো কে গাধা আর কে বেকুব।তবে আমরা জানতে পারি নাই ভৃলটা কার ছিলো।এটা জানতে পেরেছি একজন বেকুব আর একজন গাধা।মিসন s.s.c এখানেই শেষ।ছাত্রের জীবনে আর ssc পাশ হলো না।শিক্ককও জীবনে আর ছাত্র পেলো না।বাট আমি দুজনের প্রচেষ্টাকেই সম্মান করি।
পরিশেষে ছাত্রের লেখা একটা কবিতা দিয়ে শেষ করি:
কাকের কুহু কুহু ডাক শুনিয়া,
জনতার মন গেল গলিয়া।
শিয়ালের মুরগী প্রীতি,
জনমনে জাগায় ভীতি।
নকলের এই দুনিয়ায়,
আসল চেনা বড় দায়।
বন্ধু বেশে আছে শত্রু অনেক,
কখনও জাগেনা যাদের বিবেক।
গুনি লোকে কয়,
বিবেকহীনের সাথে যুদ্বও নয়।
পরিশেষে ছাত্রের লেখা একটা কবিতা দিয়ে শেষ করি:
কাকের কুহু কুহু ডাক শুনিয়া,
জনতার মন গেল গলিয়া।
শিয়ালের মুরগী প্রীতি,
জনমনে জাগায় ভীতি।
নকলের এই দুনিয়ায়,
আসল চেনা বড় দায়।
বন্ধু বেশে আছে শত্রু অনেক,
কখনও জাগেনা যাদের বিবেক।
গুনি লোকে কয়,
বিবেকহীনের সাথে যুদ্বও নয়।
No comments:
Post a Comment