Saturday, October 24, 2015

প্রতিদিন সন্ধ্যা হলেই



প্রতিদিন সন্ধ্যা হলেই আকুপাকু করে মন কখন তারিকের কাছে যাব,ওর সাথে কথা বলব। কিছু নতুনমুখ দেখি প্রতিদিন,ওটাও একটা আগ্রহ। আমি চলে গেলে ত মেয়েরা স্বাধিন দেশের মহা স্বাধিন হয়ে যায় পড়া বাদ দিয়ে।হাসপাতাল থেকে ফোন আসতে থাকে যাব কিনা। তাই মোটামুটি গুছিয়ে চলে যাই। সব একসাথে থাকলে তারেকের যেন ঈদ লেগে যায়। মুখে যেন খই ফোটে। হাসাহাসি তে মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। তারেকটার জন্য একটা মায়া জন্মে গেছে। আগে দেখিনি কোনোদিন এই ছেলেটাকে তা মনেই হয় না। ভাই বোন মনে হয় এমনি। সবারি এমন লাগে জানি। আল্লাহ আমাদের সবার তারেকের প্রতি ভালবাসার প্রতিদান দিন এই দোয়া চাই। ফি আমানিল্লাহ।

No comments:

Post a Comment