Sunday, October 25, 2015

ক্ষমা করো আমায় সিএসএম



নিজেকে খুব অসহায় আর ছোট মনে হচ্ছে, দু দুটি ভাই অসুস্থ হয়ে ঢাকা শহরের দুটি হাসপাতালে, আমি যেতে পারছিনা প্রতিদিন। বড় ভাইদের কথা বাদ দিলাম, ছোট ছোট ভাইয়েরা প্রতিদিন সকাল বিকাল এ হাসপাতাল খেকে ওই হাসপাতাল ছুটাছুটি করছে। নিরু ভাই আমার বাসার কাছের হাসপাতালে ভর্তি অথচ এখনো সেখানে যেতে পারিনি। তারিকের ওখানে যাই দু এক দিন পরপর মেহমানের মত করে , সময় নিয়ে থাকতেও পারিনা। আসলে জীবন, জীবিকা আর সংসারের কাছে একেবারে আষ্ঠেপৃষ্ঠে বাঁধা পরে গেছি।
ক্ষমা করো আমায় সিএসএম।

No comments:

Post a Comment