Monday, October 5, 2015

কিগো আন্নেরা বেকে মিলি কোনাই গেছেন?



আজকের আলোচনার ব্যক্তি একজন, কিন্তু সাবজেক্ট আপাতত তিনটি !!! ...

১) আমাদের সবার প্রিয় শাহীন ভাইয়ের একটা বিষয় নিয়ে CSM মিডিয়াতে উত্তেজিত আলোচনা হচ্ছে, তা হলো,............

" চট্রগ্রাম টু বরিশাল বাই ট্রেন "

২) ছাড়াও আমাদের জসীম ভাই বলিয়াছেন, শাহীন ভাই আমাদের একজন সন্মানিত বড় ভাইয়ের গানের লাইন নিজের বলিয়া চালাইয়া দিচ্ছেন, লাইনটি হল,...


" Learning without thinking is labor lost,
thinking without learning is dangerous. "

৩) এছাড়া " চট্রগ্রাম টু বরিশাল বাই ট্রেন " এর ঘটনা জানতে চাওয়ার কারনে শাহীন ভাই CSM এর একজন সন্মানিত বড় ভাই আতিক ভাইকে হুমকি দিয়ে বলিয়াছেন,............
" ভাইরে তোমার চোখ তো হিরা হইয়া গেছে, খুব দামি, কাছে পাইলে উঠাই বেইচা ফালাইতাম " !!!!!!

তাই আজকের আলোচনার বিষয় হল,…………

Reajul Islam Shahin শাহীন ভাই হটাৎ হিংস্র কেন ? 

No comments:

Post a Comment