Monday, October 19, 2015

সাবধান হতে হবে নয়ত ভাইদের সংসারে আগুন লাগার সমুহ সম্ভাবনা



গতকাল জসিম ভাইয়ের সাথে মেসেঞ্জার এ কথা হচ্ছিল,শাহিন ভাইয়ের নাম্বার চাইলাম। আজ সকালে দেখি উনি ইনবক্সে দিয়েছেন।ভেবেছিলাম সন্ধ্যায় ফোন করব,কিন্তু পারলাম না,স্কুলে একটা অফ টাইমে শাহিন ভাইকে ফোন দিলাম। উনি ধরার পর বল্লাম আসসালামু আলাইকুম, আমি চাদ সুলতানা ওরফে বুবু। দরাজ গলার হাসি। খুব ভাল লাগলো। মেলা কথাই হল। শেষে বিদায় নেবার পালা। আমি বল্লাম পরে কথা হবে আর সময় করে ভাবিদের সাথে কথা বলব।বলেই নিজে হেসে ফেল্লাম,তা সংক্রামিত হল শাহিন ভাইয়ের মাঝেও। আসলে আমরা দুস্টামি করতে করতে এখন এসব মুখের বুলি হয়ে যাচ্ছে। সাবধান হতে হবে নয়ত ভাইদের সংসারে আগুন লাগার সমুহ সম্ভাবনা।

No comments:

Post a Comment