Friday, October 30, 2015

আজকে CSM প্রশংসা দিবস পালন করলে খারাপ হয় না

- Mahabub Rasel


আজকে CSM প্রশংসা দিবস পালন করলে খারাপ হয় না

কারন অনেকেই অবজেকশন দিচ্ছে, আমরা নাকি একজন আরেকজনকে শুধু পচাই, বাঁশ দেই, ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি।

আজকে দেখি কে কার কত প্রশংসা করতে পারে !!!!


প্রিয় একজনের নাম নিয়ে প্রশংসা করতে হবে

প্রশংসার সাথে তেল, পাম্প, কাতুকুতু মার্জনীয়

যেমন Anisur Rahman Reza ভাই, আপনি ইতু ভালা কেরে ? আপনারে কোথায় রাখমু, মাথায় ঢুকে না

ইচ্ছা করে আপনারে ফরমালিন দিয়া কৌটার মধ্যে ঢুকাইয়া রাইখা দেই

আজকে দেখি Reajul Islam Shahin শাহীন ভাইয়ের কাছ থেকে মেডেল কে নিতে পারে

অতঃএব সবাইকে তেলের ড্রাম নিয়ে উপস্থিত হবার জন্য তৈলাক্ত আবেদন জানাচ্ছি

No comments:

Post a Comment