Friday, November 6, 2015

গ্র্যান্ড আড্ডা ২০১৬ সি এস এম কলোনী

- Jashim Uddin


গ্র্যান্ড আড্ডা ২০১৬ সি এস এম কলোনী
--------------------------------------------
আমাদের আড্ডাবাজ সি এস এম কলোনীর মেম্বারদের জন্য সুখবর এই যে, গ্র্যান্ড আড্ডার জন্য আমরা মিলিত হতে যাচ্ছি আগামী ২৯.০১.২০১৬ রোজ শুক্রবার।
আমরা সেদিন সকাল ৮:০০ ঘটিকা থেকে রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত দীর্ঘ আড্ডায় মিলিত হতে যাচ্ছি।আড্ডার স্থান হিসেবে চট্রগ্রাম হালিশহরস্থ আর্টিলারীর গানার অফিসার্স ক্লাব নির্ধারন করা হয়েছে।
আমাদের এই আড্ডায় মাতা পিতা এবং সকল শিক্ষকদের উপস্থিতি একান্তভাবে কাম্য।
আড্ডায় অংশগ্রহন ফি : ১৫০০ টাকা (দম্পতি)
১০০০ টাকা (ব্যাচেলর)

No comments:

Post a Comment