Wednesday, November 18, 2015

আজ অফিসে অনেক তাড়াতাড়ি এসেছি



আজ অফিসে অনেক তাড়াতাড়ি এসেছি, ভেবেছিলাম কোন একটা রসাত্নক পোষ্ট দিবো। কিন্ত ল্যাপটপ খুলে দেখি মোটামুটি ট্যাংকীর নীচের ঝগড়া শুরু হয়ে গেছে, এটা ভালো, কলোনী থাকবে অথচ ঝগড়া , মান অভিমান থাকবেনা এটা হয়না।

সিএসএম কলোনী মানেই হইচই,ঝগড়া,চাপাবাজি,গলাবাজি। তা না হলে কলোনী কিভাবে, ট্যাংকীর নীচে এমন একটা দিন বাদ নেই যেদিন কারো না কারো ঝগড়া বা গ্যাঞ্জাম হয়নি।তবে দিন শেষে আবার এক সাথে গলায় জড়াজড়ি করে হাঁটা, দুই ঝগড়াবাজ বন্ধু একটি সিগারেট নিয়ে ভাগাভাগি করে খাওয়া, যেমন রেজা ভাই আর মোল্লা অপু ভাই, আমি আর মরা রাশেদ বা আরো অনেকের মধ্যেই , । তবে আমাদের সিনিয়র জুনিয়র দের মাঝে চমৎকার বোঝাপড়া ছিলো, সুন্দর একটা সম্পর্ক ছিলো। আর এ জন্যই বোধ করি আমরা আবারো সিএসএম কলোনী টা ্ৈতরী করতে পেরেছি।

লেখতে চেয়েছিলাম রসাত্নক লেখা, হয়ে গেলো বুদ্ধিজিবী টাইপ লেখা, যাক সবাইকে শুভ সকাল, তবে আমি কোন ফুল টুল দিয়ে শুভ সকাল দিতে পারবোনা, ওটা মানিক ভাই ভালো পারবেন।

No comments:

Post a Comment