Thursday, November 26, 2015

Memories are like a knife, they hurts


Hannibal মুভির একটা খুব সুন্দর ডায়ালগ হল,

"Memories are like a knife, they hurts"

আসলেই আমাদের মেমোরির ছুরিটা মনে হয় একটু বেশি ধারালো, খুব মিস হয় CSM Colony আর সব কিছু মিলিয়ে সময়গুলো

আমার জীবনের সেরা সময়টা আর সেরা মানুষগুলো আবার ফিরে এসেছে, হয়তো বয়সটা ফিরে আসবে না অনেক অনেক লিখা, ছবি, সেই চেনা দুষ্টুমি, সেই চেনা চেহারাগুলো দেখে বয়সটাও যেন কলোনি ফিরে পেলো

ফিরে এসেছে বললে ভুল হবে, সবাই ছিলো কিন্তু অনেকেই আমার নেটওয়ার্ক এর বাহিরে ছিলো, এখন সবাই আবার একই নেটওয়ার্কের মধ্যে আসায় অনুভুতি আসলেই অসাধারন grin emoticon


এই ফিরে পাবার অনুভিতিটা কার কেমন আসলেই শুনতে ইচ্ছে করছে grin emoticon

No comments:

Post a Comment