Thursday, December 31, 2015

জসিম ভাইয়ার জন্মদিন


আমাদের সবার প্রিয় জসিম ভাইয়ার আজ জন্মদিন । জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। দিনের শুরু তেই আমাদের ভাবি ( আপু বললেও ভুল হবে না ) জসিম ভাই ( দুলা ভাই ডাকতে পারবো না , মাইরা ফালাইবো) কে নিয়ে কবিতা লিখলোঃ
আজো তুমি সুর্য্য হয়ে দূর করে দাও অন্ধকার
আজো তুমি আছো বলেই
কবিতা গল্পে আমি আমাকে খুজে পাই
আজো তুমি আমাকে সি এন জি করে ঘুরে বেড়াও
এখনো বুঝতে পারি তুমি কি ছিলে আমার ?
এভাবেই চলুক
কখনো পায়ে হেটে কখনোবা রিক্সায় কিংবা মার্সিডিজে
যেভাবেই কাটুক আমাদের সময়
তুমি পাশে থাকলেই আমি সুখি
একদিন ইতিহাস হবে আমাদের ভালোবাসা
তুমি জন্মেছিলে বলে পুর্নতা পেয়েছে আমার জীবন


শুভ জন্ম দিন .........
Md nurul Kabir Niru vai- শুভ জন্ম দিন , আমার ভাই তোমার ভাই , জসিম ভাই জসিম ভাই , জয় জসিমুদ্দিন grin emoticon
Khurshed Alam Manik vai- জন্ম দিন লাগছে grin emoticon মানি ব্যাগ টা দে ।
Ripon Akhtaruzzaman ভাই- শুভ পয়দা দিবস। জন্ম দিনে সুন্দর ড্রেস উপহার দিয়ে এইটা পইরা আয় grin emoticon

Nazmul Huda ভাইঃ কোলাকুলি করবে।
জসিম ভাইঃ আজ তো ঈদ না
তাতে কি জসিম ভাই, আজ আমি ঈদের মতোই খুশি। এই দিন টি এসেছে বলেই আমি জসিম ভাই পেয়েছি । আবারো কোলাকুলি ...... grin emoticon
Anisur Rahman Reza ভাই : আজ সংগ্রামী পুরুষ এর শুভ জন্ম দিন
Atiq Csm ভাইঃ প্রেমিক পুরুষ এর শুভ জন্ম দিন

No comments:

Post a Comment