Thursday, December 31, 2015

কিছু আক্ষেপের কথা



আমি মোটামুটি স্বাধীনচেতা মানুষ। মন রক্ষা করে কথা বলার অভ্যাস আমার কখনোই ছিলোনা। এখন যা বলবো তা কারো ভালো লাগবেনা বলেই আমার বিশ্বাস। উপায় নেই, ভালো না লাগলেও শুনতে হবে, পড়তে হবে। কিছুই বলবো না ভেবেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে বলা উচিত।

এই পেজের মোটামুটি শুরু থেকে এবং ২৯ তারিখের "রিইউনিউনের" উদ্যেগের শুরু থেকে সক্রিয় সদস্য হিসেবে আমি প্রতিটা ইভেন্টে উপস্থিত ছিলাম। সব মিলিয়ে ২৯ তারিখের ইভেন্টের ব্যাপারে আমার কিছু পর্যবেক্ষন আছে।

রিইউনিউন কোন প্রাত্যাহিক সাক্ষাৎ নয়। CSM এর রিইউনিউনে কিছু মানুষের পারস্পরিক সাক্ষাৎ ঘটবে ১৫/২০ বছর পর। আবার এটি কোন বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানও নয়। এধরনের অনুষ্ঠানের আলাদা মর্যাদা আর গাম্ভির্য থাকতে হয়। আমি শুরু থেকেই চেষ্টা করেছি এ উপলক্ষ্যে একটি মান্সম্পন্ন স্মরনিকা প্রকাশের। আরো ইচ্ছা ছিলো উপস্থিত সবার হাতে একটি করে স্মারক বস্তু (souvenir) প্রদান করা। শুরুতে বড় ভাইরা এতে উৎসাহ দেখালেও পরবর্তিতে পিছিয়ে যান। পিছিয়ে যাবার কারন হিসেবে অর্থনৈতিক সমস্যা দেখালেও আমার বদ্ধমুল বিশ্বাস কারণটি অর্থনৈতিক নয়। কেননা স্মরনিকার বিজ্ঞাপন থেকেই স্মরনিকা প্রকাশের খরচ উঠে যেতো। বরং বাড়তি কিছু অর্থ মুল ফান্ডেও যেতে পারতো। এমনকি মুল ফান্ড থেকে খরচ করে হলেও স্মরনিকা প্রকাশের ব্যবস্থা করা উচিত ছিলো অনুষ্ঠানের ব্যাপ্তি কমিয়ে হলেও। মনে রাখা উচিত এ ধরনের অনুষ্ঠান স্মৃতিকাতরতা থেকেই হয় তাই স্মৃতিস্মারক হিসেবে কিছু দিয়ে দিতে হয় অংশগ্রহণকারীদের। (আমি মনে করি এখানে টাকার সমস্যার চেয়ে সিদ্ধান্ত গ্রহনে সাহসের অভাবই বেশি কাজ করেছে)


রিইউনিউন একটি ক্রিয়েটিভ ইভেন্ট। আমি এখন পর্যন্ত কোন ক্রিয়েটিভিটির লক্ষন দেখিনি। প্রশ্ন করি-

১) CSM কে প্রতিনিধিত্ব করে এমন কোন লোগো কি তৈরি হয়েছে? যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই কাজে অভিজ্ঞ এমন কাউকে কি নিয়োগ করা হয়েছিলো?
২) স্টেজ ব্যানারের ডিজাইন হয়েছে? ডিজাইনের কাজে অভিজ্ঞ কারো মতামত নেয়া হয়েছে কিনা।
৩) সারা ভেন্যূজুড়ে যেসব প্রিন্টেড ম্যাটেরিয়ালগুলো থাকবে সেগুলোর ধরন কেমন হবে? কি লেখা থাকবে? থিম কালার কি হবে?
৪) সারাদিন জুড়ে যেসব গান বাজানো হবে সেগুলো কেমন হবে? এ ব্যাপারে চিন্তা ভাবনা হয়েছে কিনা? বাছাই হয়েছে?
(এ ধরনের ব্যাপারগুলো জনমতের ভিত্তিতে নয় বরং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে নির্ধারন করা হয়। আমি দেখেছি লোগোর ক্ষেত্রে জনমত নেয়া হচ্ছে।)
৫) খাওয়াদাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা হয়েছে?

আমি নিশ্চিত ভাবে বলতে পারি ৫ নং প্রশ্ন ছাড়া বাকিগুলোর উত্তর হবে "না"। এই পেজের খাওয়ার ছবির আধিক্য দেখে ৫ নং প্রশ্নের ব্যাপারে নিশ্চিত হওয়া যায় সহজেই।

২৯ তারিখের অনুষ্ঠানটিকে রিইউনিউন না বলে মেজবান বলা হলে আমি এতোসব কথা বলতাম না। বলা হচ্ছে রিইউনিউন কিন্তু আয়োজন মেজবানের মতো তাই এসব কথা অবতারনা। যাই হোক, এসব বলা আমি আমার দায়িত্ব বলেই মনে করেছি তাই বলেছি। কাউকে আহত করে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।

No comments:

Post a Comment