Sunday, December 27, 2015

গ্রান্ড আড্ডায় একটা মানুষকে অবশ্যই অনেক মিস করবো


গ্রান্ড আড্ডায় একটা মানুষকে অবশ্যই অনেক মিস করবো । তিনি হলেন শ্রদ্ধেয় হামিদ স্যার । স্যারের সাথে ছোটবেলায় অনেক রাগ করতাম tongue emoticon

বয়সের তুলনায় আমার হাইট বরাবরই বেশি ছিল । তাই প্রাইমারীতে থাকতে কখনোই আমি স্পোর্টসে অংশগ্রহন করতে পারতাম না । প্রাইমারীর স্টুডেন্টদের জন্য যে হাইট সিলেক্টেড ছিল আমি তারচেও ইন্চিখানেক লম্বা ছিলাম । আমি তো কান্নাকাটি করতাম খেলা দিবো আমার ক্লাশমেটদের সাথে কিন্তু হামিদ স্যার কোনভাবেই আমাকে নিবেন না । উনি আমাকে ধরে নিয়ে হাই স্কুলের মেয়েদের লাইনে দাঁড় করিয়ে দিতেন । আমি রাগে দুঃখে কাঁদতে কাঁদতে আব্বুর কাছে যেতাম tongue emoticon


এসেম্বলীতেও (প্রাইমারী+হাই কোনোটাতেই) জীবনে সামনের দিকে দাঁড়াতে পারিনাই । সবসময় লাইনের শেষ মেয়েটা থাকতাম আমি cry emoticon

চোরামী করে কোনভাবে লাইনের মাঝখানে ঢুকে গেলেও স্যার ঠিকই আমাকে খুঁজে বের করে শেষে পাঠিয়ে দিতেন colonthree emoticon

তখন না বুঝলেও পরে ঠিকই বুঝতে পারলাম স্যারেরই বা কি দোষ । আমার ক্লাশ অনুযায়ী যে হাইট হওয়া উচিত ছিল আমি তারচে আরো অনেক লম্বা ছিলাম বলেই চান্স পেতাম না tongue emoticon

স্যার অনেক ভাল মানুষ ছিলেন । যখনই দেখা হতো "মা রে,কি খবর তোর" বলতো । ভাল মানুষগুলো এত তাড়াতাড়ি কেন চলে যায়! frown emoticon

No comments:

Post a Comment