Thursday, December 3, 2015

লেডিস & জেন্টেল C.S.M


এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আমাদের কিছু C.S.M একজন বিখ্যাত ...... হালিমের কারনে মানবেতর জীবন যাপন করিতেছেন জীবনে মজা করে এত ধরনের হালীম খেলাম, কিন্তু এই হালিমের দেখা আগে কেন পেলাম না, এই হালিমের বাবুর্চি কে?
এই হালিম খেয়ে আমাদের কিছু C.S.M এর মনবেতর জীবন যাপনের নমুনা দেখেন,
তাদের ফেসবুক একাউন্ট আছে, কিন্তু C.S.M কলোনী নাই !!!
তাদের কাছে ডাটা আছে, কিন্তু C.S.M কলোনী নাই !!!
তাদের হাতে মোবাইল আছে, কিন্তু C.S.M কলোনী নাই !!!
তাদের বাসায় কারেন্ট আছে, কিন্তু C.S.M কলোনী নাই !!!
তাদের অনেক ইচ্ছা আছে, কিন্তু C.S.M কলোনী নাই !!!
তাদের চোখে ঘুম নাই, কিন্তু C.S.M কলোনী নাই !!!

এই সব গৃহবন্ধী এবং হালিমে আটকে পড়া ভাই-বোনদের উদ্ধারের জন্য আমাদের করনীয় কি ? আমরা কি পারি না তাদের পাশে দাড়াতে tongue emoticon এইসব অসহায়দের উদ্ধার করতে ? tongue emoticon

No comments:

Post a Comment