Wednesday, January 6, 2016

গ্রেন্ড আড্ডাতে খেলাধূলা আইটেম এ 7 থেকে 10 বছর প'যন্ত বাচ্চাদের জন্য


গ্রেন্ড আড্ডাতে খেলাধূলা আইটেম এ 7 থেকে 10 বছর প'যন্ত বাচ্চাদের জন্য একটা ক্রীকেট প্রীতি ম্যাচ থাকলে ভালো হয়। কারণ এখন সব ছেলেরা ক্রীকেট নিয়ে অতি exited। ম্যাচ না করতে পারলেও এমন ভাবে করা যেতে পারে প্রত্যেকে 2 ওভার করে খেলবে। তাহলে ওদের enjoy টা মনে হয় পরিপূ'ণ হবে।

No comments:

Post a Comment