Monday, January 11, 2016

আবার হবে তো দেখা


পল্লি কবি Jashim Uddin (ভাই) & বিদ্রোহী কবি কাজী Nazrul ইসলাম (ভাই) এর ডাকে সাড়া দিয়ে আকাশে Chand (bubu) উঠেছে। তারমানে আড্ডার দিন ঘনিয়ে আসছে। আড্ডা মানেই তো খাওয়া আর খাওয়া , শুরুতেই খাসির Rezala । খাওয়া নিয়ে কিছু @কমু ( ভাই) । আপনি যে Manush এইটা মনে রাখবেন নয়তো ব্লাড প্রেসার হুহু করে বেড়ে যাবে । খেতে নিষেধ করছিনা কিন্তু রয়ে সয়ে Khan.


আড্ডা নিয়ে কথা বলছিলাম ।আড্ডার Tarique 29 জানুয়ারি ২০১৬ ভুলে যাবেন না। আড্ডায় সব ষ্টীলার রাই Hiru সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সাথে মিল্বো কি শর্তে গান টা গাইতে চাইলে কেউ আপত্তি করবে বলে মনে হচ্ছে না। . Csm এর নাম শুনলেই যাদের মন টা কেমন জানি হয়ে যায় Ashiq আশিক ভাব চলে আসে তারা একটু রয়ে সয়ে থাকবেন। নয়তো Taher ভাই ঘন্টা বাজিয়ে দিবে । আশা করছি পুনর্মিলনি টা হৃদয়ের গভীরেই স্থান পাবে। শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানে Datta এর ভয় নয় বন্ধুত্বের আহবানে সাড়া দেয়ার জন্য আমরা ছুটে যাচ্ছি । 

আবার হবে তো দেখা,এ দেখাই শেষ দেখা নয়তো গান শুনতে শুনতেই বিদায় নিবো আমরা ।

No comments:

Post a Comment