Saturday, January 9, 2016

চাঁদের বুড়ি


CSM colony'r আমরা সবাই কম বেশি হুজুরের কাছে মক্তবে পড়তে যেতাম ।হুজুর ছিলেন যেমন রাগি তেমনই রসিক ।তিনি তাঁর প্রিয় ছাত্র ছাত্রীদের বিভিন্ন নামে ডাকতেন ।কার কার মনে আছে সেই কথা ? হুজুর আমার ও একটি নাম দিয়েছিলেন এবং সব সময় সেই নামে ডাকতেন ।but সে নাম ছিল আমার বড়ই অপছন্দ ।কিন্তু এখন যখন সে নাম মনে পড়ে তখন মনটা কেঁদে উঠে ।সে কলোনি মরে গেছে , but আমরা বেচেঁ আছি ।কখনও কি ফিরে পাব সেই জীবনটা ।হুজুরের সাথে যখন একবার অনেক বছর পর দেখা হলো হুজুর আমাকে ঝুমুর বলে না ডেকে - বললেন চাঁদের বুড়ি তুই ভাল আছিস ?কোথায় রাখি এই ভালবাসা ???

No comments:

Post a Comment