Monday, February 1, 2016

কেউই ইচ্ছৃাকৃত ভূল করেনি


যারা বিভিন্ন কারণে (মনের কষ্ট ও ক্ষোভে) আমাদের ত্যাগ করার অভিপ্রায় ব্যাক্ত করেছে তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলবো কেউই ইচ্ছৃাকৃত ভূল করেনি। যদি হয়েই থাকে তবে তা অনিশ্চকৃত বা মনের অজান্তে ভূল।এটা হতেই পারে যেহেতু আমাদের শুরু।যেমন, আমার অফিসে গ্র্যান্ড আড্ডা’র একটি মিটিং এ আলোচনার এক পর্যায়ে আমি রেজা’র বিরুদ্ধে রেজার অনুুপস্থিতেতে (অন্যের দ্বারা প্ররোচিত হয়ে কিন্তু প্ররোচিত হওয়া ভাল না) কিছু অন্যায় মন্তব্য করেছিলাম ।পরে জানলাম/দেখলাম যে, রেজা কোন অন্যায় করেনি ততক্ষণাৎ রেজাকে ফোন দিয়ে নিজের ভূলগুলো নিজে্ই কারেকশান করে নিলাম, আর তাতে কি আমার মান সম্মানের হাণি বা কোন প্রকার ক্ষতি হয়েছে? মোটেই না। আসলে মন উদার থাকলে এক সাথে থেকে অনেক কিছু করা যায়। সুতুরাং যার যার ভূল গুলো সে যদি নিজ থেকে কারেকশান করে নেয় তাহলে সেটাই হবে সত্যিকারের সংশোধিত/বিশুদ্ধ একটি শক্তি্ আর যদি না করি তবে তা হবে অপশক্তি। একটা কথা আছে “রেগে গেলেন তো হেরে গেলেন’’। তাহলে কি আমরা হেরে যাবো! মনে রাখতে হবে আমরা হেরে যাওয়ার ষ্টীলার নই, জয় আমাদের হতেই হবে।সামনে আরো অনেক দূর্গম/পিচ্ছিল পথ।

No comments:

Post a Comment