Friday, February 12, 2016

আমাদের রিপন ভাই


আমাদের রিপন ভাই | কলোনীতে থাকতেই উনার সাথে পরিচয় ছিলো কিন্তু তেমন একটা কথা হতোনা | ঢাকায় আসার পর উনার সাথে আবার দেখা হলো | অসাধারণ একজন মানুষ |জীবনে খুব কম মানুষ দেখেছি এই রকম | উনার ব্যাক্তিগতো যতোই জরুরী কাজ থাকুক না কেনো CSM এর কাজ থাকলে সব ছেড়ে চলে আসে শুধো CSM না CSM এর কোনো সদস্যর যদি কোনো সমস্যা হয় তা যদি উনি জানতে পারে তাকেও সাহায্য করার জন্য ঝাপিয়ে পড়ে | আজকে রিপন ভাইয়ের জন্মদিন | শুভজন্মদিন রিপন ভাই |ভালো থাকবেন |অনেক অনেক ভালো থাকবেন | দোয়া করি আল্লাহ যেনো আপনাকে পরিবার পরিজন নিয়ে সবসময় সুখী রাখেন |

(রিপন ভাই আপনার অনুমিত ছাড়া আপনাকে নিয়ে লিখলাম | ভূল হলে ছোট ভাই টাকে ক্ষমা করবেন)

No comments:

Post a Comment