Tuesday, February 2, 2016

স্বদেশ

- Masudul Hasan

স্বদেশ
*****
আমার দেশ সেরা যে ভাই
সকল স্বাদ পাই,
কভু তুমি পাবে নাকো
অন্য দেশে তাই।।
জীবন চলার ছন্দ আছে
আমার দেশে ভাই,
অন্য দেশে সবই আছে
সুখ যে আর নাই।।
২০০৭
সুইডেন

No comments:

Post a Comment