সি এস এম এর প্রথম আড্ডার কথা বলে বা লিখে শেষ করা যাবে না, শুধু এই কথা বলে বুজাতে চাই যে কি পরিমান আবেগ আমার কাজ করেছিল সেই প্রথম আড্ডা।যেখানে আমার জোরে চলাফেরা করা নিষেধ সেই সময় আমার এতোটাই আবেগ কাজ করেছিল আমি কিছু চিন্টা না করে ছোট ভাইদের খুশি করতে এই বয়সে নাচতে এক বিন্ধু চিন্টা করি নাই।এর চেয়ে বেশি কিছু লিখে সবার মনের কস্ট বারাতে চাই না।ছিলাম, আছি,থাকবো এই সি এস এম এর সাতে যত দিন বাচবো।
উল্লেখঃ ৩৫ বসর জন্ম থেকে ছিলাম, যেখানে আমার জানা মতে সব ছেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে ভাই বোন ভাগনা ভাগ্নি এক জাগায় থেকেছে, পড়েছে সেই পরিবার এর আমি এক জন স্টিল্লার, আমার বাবার নাম ছিলঃ আহ ম্মেদ উল্লাহ, কঃনংঃ ই-১১-ডি
No comments:
Post a Comment