Tuesday, February 16, 2016

কিছু কথা .....


মেডিকেল থেকে মেডিকেলে ৪ মাস...
কালকে মেডিকেলে বসবাসের হিসেবে তারিকের পুরোপুরি ৪ মাস হবে। সামান্য কিছুদিনের জন্য ১৯ তারিখ শুক্রবার তারিককে নাটোরে ওর বাড়ীতে পাঠানো হচ্ছে, কেন সেটা রেজা ভাই আগেই পোস্ট করে ডিটেইলস জানিয়েছে। তারিককে কয়েকমাস পর আবার টিটমেন্টের জন্য নিয়ে আসা হবে।।

এখন আল্লাহর কাছে আমাদের সবার কেবল একটাই চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে বিশেষ করে সিএসএম এর পাপ্পু ভাই আর তারিককে সুস্থ করে দেন। পাপ্পু ভাইও বেশ কিছু বছর অসহায়ত্ব বরণ করে জীবনের সাথে লড়াই করছেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থ রেখো। আমিন।।।

No comments:

Post a Comment