Tuesday, February 23, 2016

গ্রান্ড আড্ডার স্মৃতি বা আড্ডা কে নিয়ে কিছু লিখতে বললে


গ্রান্ড আড্ডার স্মৃতি বা আড্ডা কে নিয়ে কিছু লিখতে বললে বা বলা লাগলে তা আগামী আড্ডা না আসা পয্যন্ত শেষ হবেনা। এতো স্মৃতি এতো আবেগ জড়িয়ে আছে এ আড্ডাকে ঘিরে, কোনটা রেখে কোনটা বলি। তবে আমার কাছে একটা জিনিস খুব চমৎকার লেগেছে এইটা দেখে যে, যারাই যখন আড্ডার উদ্দেশ্যে ঢাকা থেকে চিটাগাং রওয়ানা দিচ্ছিল রেল ষ্টেশন, বাস টার্মিনাল বা বিমানবন্দরে আড্ডার উদ্দেশ্যে রওয়ানা দেয়া আরেক গ্রুপের সাথে কাকতালীয় ভাবে দেখা হয়ে যাচ্ছে।

সরি Anisur Rahman Reza ভাই আমি বোধ হয় আপনার আগেই গ্রান্ড আড্ডার স্মৃতি কথা লিখে ফেললাম। 
তবে আমার নিজেরই সন্দেহ আছে যে এটা কোন স্মৃতি মূলক লেখা হয়েছে কিনা।

No comments:

Post a Comment