Thursday, February 25, 2016

আমরা তখন csm এ e-7/f building ছিলাম


আমরা তখন csm এ e-7/f building ছিলাম... এক দিন আমি আর আমার আপু ( Raseda Hoque Raseda )ঠিক করলাম building এর সামনে পিকনিক করবো..যে পিকনিক করবে তার বাসা থেকে চাল.ডাল আর ১০ টাকা করে নেয়া হবে ..যথা সময়ে চাল ডাল আর ১০টাকা করে তোলা হলো.. বাসার সামনে বেড সিট দিেয় সামিয়ানা টানগানো হলো..এম্লৗফায়ার ইসপিকার দিয়ে জোরে গান চলতে লাগলো.. হঠাৎ .. টিংকু ভাই ( Mohammad Nazrul ) এর বোন পিচ্ছি রেশমা (তখন পিচ্ছি ছিলো) এসে আমার বোন কে বল্লো রাশু আপা আমিও পিকনিক করবো..আপা বল্লো ঠিক আছে রেশমা তুমি তোমার বাসা থেকে চাল.ডাল আর ১০টাকা নিয়ে এসো.. রেশমা খুশি তে এক দৌড়ে বাসায় গেলো..কিছুক্ষন পরে চাল ডাল নিয়ে আপাকে দিলো..আপা বলেলা রেশমা ১০ টাকা কই? আর রেশমার ফটাফট উত্তর ..রাশু আপা আমার বাসায় সব টাকার নোট আছে কিন্তু ১০ টাকার নোট নাই..

( বিঃদ্রঃ- ১০টাকা ছাড়াই রেশমাকে পিকনিকে নেওয়া হইছিলো )

No comments:

Post a Comment