Thursday, March 10, 2016

আমি যখন ভার্সিটিতে পড়তাম


আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন আমাদের বন্ধুদের মাঝে একটি বিষয় খুব ভাল ছিল ।আমরা সবাই এক কাপে চা খেতাম ।কারণ আমরা চাইতাম না আমাদের বন্ধুদের মাঝখানে কোন দূরত্ব থাকুক ।যা আজ ও অটুট আছে ।আমাদের ভার্সিটি বন্ধুদের একটি পেজ ও আছে ।আমরা সেখানে আড্ডা দেই ,মান অভিমান চলে ,ক্ষেত্র বিশেষে ঝগড়া ও হয় ।কিন্তু একটি বিষয়ে দারুন মিল ।আমরা কেউ পেজ ছেড়ে যায় না ।পেজ ও আমাদের ছাড়ে না ।এক কাপে চা খাওয়ার অসাধারণ গুন এটি ।চল না ভাইয়ারা (CSM COLONY) আমরা সবাই মিলে একটি চা চক্রের আয়োজন করি , আর এক কাপে চা খাই ।সব মান অপমান ভুলে এক সাথে কাধে কাধ মিলিয়ে চলি ।যেমনটি আমরা ছিলাম ।আমরা আমরাই তো ।

No comments:

Post a Comment