Thursday, March 10, 2016

CSM এর পেইজে থাকাটা একটা নেশা হয়ে গিয়েছে। খুবই মুসিবতের কথা


ছোটবেলায় কমিকস আর তিন গোয়েন্দা পড়ার প্রচণ্ড নেশা ছিলো।পড়ালেখা না করে সারাদিন গল্পের বই পড়তাম। পড়ার টাইমে বইয়ের ফাঁকে গল্পের বই লুকিয়ে রেখে পড়তাম। এমনকি আম্মা আর রানা ভাইয়ার কাছে ধরা খাওয়ার ভয়ে কমিক্স বা গল্পের বই কোমড়ে গুঁজে ওয়াশ রুমে নিয়ে গিয়ে পড়তাম।আমার ভিলেন বড় ভাই রানাইয়্যা ওয়াশ রুমের কাছে ঘাপটি মেরে বসে থাকতো।আমি বের হওয়ার সাথে সাথেই আমাকে সার্চ করে গল্পের বই উদ্ধার(!?)করতো আর আম্মার কাছে complain করতো। কি যে মেজাজ খারাপ হইতো রানাইয়্যার উপর!!!!!

আজ সকালে ফায়ারিং রেঞ্জে সৈনিকদের ফায়ারিং করাচ্ছিলাম আর CSM এর পেইজের পোস্ট আর কমেন্টস পড়ছিলাম। টুকটাক কমেন্টসও করছিলাম।এর মাঝে ওয়াশ রুমে গিয়েছি মোবাইল সাথে নিয়ে। কমিটি গঠন সংক্রান্ত একটা কমেন্টের ব্যাপারে মতামত টাইপ করতে করতে এতোটাই বেহুশ হয়ে গিয়েছিলাম যে অনেকক্ষণ যে হয়ে গিয়েছে,সেদিকে আমার আর খেয়াল নেই।কমেন্ট পোস্ট করে বের হয়ে দেখি ওয়াশ রুমের সামনে আমার ফৌজ ভীড় করে আছে। আমি তো অবাক!! গতকাল অসুস্থ থাকায় অফিস যাইনি,এটা সবাই জানতো। ওয়াশ রুম থেকে বাহির হতে দেরী হওয়ায় সবাই ভয় পেয়ে গিয়েছিলো এই ভেবে যে,"স্যারে আবার মইরা গেলো নাকি!!"আর একটু দেরী হলেই নাকি দরজা ভাঙতো!! কি যে এক বিব্রতকর অবস্থা!!! বারবার জিজ্ঞাসা করছিলো সবাই, আমি ঠিক আছি কি না?? কেমনে কই যে, ওয়াশ রুমে বসে CSM এর গ্রুপে বেহুশ হয়ে পড়েছিলাম??

CSM এর পেইজে থাকাটা একটা নেশা হয়ে গিয়েছে। খুবই মুসিবতের কথা।

No comments:

Post a Comment