Friday, March 4, 2016

রিপন ভাইয়ের পোষ্ট টা পড়ে আমার খুব মনটা খারাপ হয়ে গেল


রিপন ভাইয়ের পোষ্ট টা পড়ে আমার খুব মনটা খারাপ হয়ে গেল। খেলার মাঠে সবাই খেলোয়ার থাকে না দর্শক ও থাকে, তেমনি FBর, CSM colony পেজ এ আমি ও এক জন। ২৯ জানুয়ারি গ্রান্ড আড্ডা টি এত কম সময়ের মধ্যে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করা অনেক কঠিন ব্যাপার। যারা এর পেছনে থেকে অক্লান্ত পরিশ্রম করে অায়োজন টি সর্মপূন করেছেন, তারাই বলতে পারবেন তাদের উপর দিয়ে কি ধকল টা গিয়েছে।কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে, থাকবে। অাসুন সবাই মিলে এক সােথ ধন্যবাদ জানাই এমন একটি আয়োজনের জন্য।

No comments:

Post a Comment