Friday, March 4, 2016

সি,এস,এম কলোনির পেইজে যে ভাবে লেখার পরিমান বাড়ছে,তাও আবার এত বড় লেখা


সি,এস,এম কলোনির পেইজে যে ভাবে লেখার পরিমান বাড়ছে,তাও আবার এত বড় লেখা।তাতে আমি এতই অভিভূত যে ভাষায় প্রকাশ করতে পারবনা। সে সাথে আমি চিন্তিত এই ভেবে যে, সবাই এত লেখা কি ভাবে লেখার সময় পায়,আমার মাথায় আসে না।আমার মনে এত কথা ঘুরপাক খাচ্ছে,কিন্তু আমি লেখার সময় করে নিতে পারছি না। না লিখতে পারাতে কেমন যে লাগছে বুঝাতে পারব না। নেশায় আক্রান্ত মানুষ নেশা করতে না পারলে যেমন করে আমারও তেমন হচ্ছে। মনটা কয়,,,,,,?। যাওগ গা,,,সামনের দিকে আওগ,,গা। নিজে না পারার কারনে অন্যরা কি ভাবে পারে তা ভাবতে গিয়ে আমি চমকে গেলাম, কি সহযোগীতা,কি ত্যাগ এই সি এস এম এর জন্য। তাই আজ আমি তাদের কৃতজ্ঞতা জানাতে চাই। সবাই লেখক কে উৎসাহীত করে,কিন্তু এ লেখার পেছনে যাদের অবদান তাদের কথা কি আমরা কখনো ভেবেছি?। হা তাই আমি আজ ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের সে সকল ভাইদের যারা নিয়ম না মেনে আমাদের রাস্তা গুলোর যামজট তৈরিতে ভুমিকা রাখে।সে সাথে ট্রাফিক ভাইদের। যাদের কারনে আমাদের ৩০ মিনিটের পথ ২ ঘন্টায় শেষ হয়। আর আমাদের csm ভাই বোনরা ওই সুযোগে.....। যা আমার পক্ষে সম্ভব হয় না। অবশেষে যাদের ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না। ধন্যবাদ সকল CSM কলোনির ভাবিদের। সারাদিন বড় ভাইদের বিভিন্ন কাজে বাহিরে থাকা,রাতে বাসায় ফিরে সব বাদ দিয়ে csm পেইজ এ লেখতে বসা।এ যন্ত্রনাগুলো যদি ভাবিরা সহ্য না করতো,এ মিলন মেলা মনে হয় সম্ভব হতনা। ধন্যবাদ আবারও ভাবিদের, আপনাদের অনেক.........? এর কারনে আমাদের csm পেইজ সার্থক হয়েছে।

No comments:

Post a Comment