Friday, March 4, 2016

কারন দর্শাও


কারন দর্শাও নোটিশের জবাবে যেন বেশী কারন দর্শাতে না হয় সে জন্য সকালে সবার আগে পটিয়া চলে আসলাম। আইসা দেখি কমিটির লোক দুই একজন ছাড়া কেউ নই। সবাই ঘুমাচ্ছে। চিটগাং শহর থেকেও আমার আগে কেউ আসে নাই। আমি সকালে তাড়াতাড়ি আসার কারন উপরের ক্ষেপে আছে রাতে আসি নাই বলে। তাছাড়া আরেকটি কারন হলো পটিয়া থেকে সন্ধ্যার আগেই চিটগাং চলে যেতে রাতে আরেকটা মেজবানের এটেন্ড করার জন্য। আগের মতো খেতে না পারলেও যেতে হয়। কেউ দাওয়াত দিলে আমি আবার না করতে পারি না।

No comments:

Post a Comment