Friday, March 25, 2016

সপ্তাহে বা ১৫ দিনে ১টি বাংলা সিনেমা দেখাতো বিটিভি তে


সপ্তাহে বা ১৫ দিনে ১টি বাংলা সিনেমা দেখাতো বিটিভি তে (তখন আমরা খালি টিভি ই বলতাম), রাত সাড়ে আট টা থেকে শুরু হতো মাঝখানে বিভিন্ন বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখিয়ে রাত বারোটা পর্য্যন্ত চলত, রাত দশটার ইংরেজি সংবাদের সময় যখন সিনেমার বিরতি তখন দলবেঁধে সবাই বের হয়ে সিনেমা টির চুলচেরা বিশ্লেষণ সহ বাদবাকি কাহিনী নিয়ে ভবিষ্যৎ বানী শুরু করতাম। আর প্রতিটি সিনেমায় নির্দিষ্ট একটি সংলাপ থাকতো, যেটি পরবর্তী কয়েকটি দিন ছেলে বুড়ো সবার মুখে মুখে ফিরত।

এখন প্রযুক্তির কল্যানে সব বিনোদনই হাতের মুঠোয়, আংগুলের এক চাপে পুরো দুনিয়াটা চোখের সামনে হাজির হয়ে যায় এক নিমিষেই, তারপরও আজো খুজে ফিরি সাদাকালো যুগের সেই ভাবনাহীন, জটিলতা মুক্ত সেই স্বর্ণালী দিনগুলো, বোধ করি আজীবন খুজে ফিরতে থাকবোই।

No comments:

Post a Comment