Friday, March 25, 2016

আমাদের যৌবন কালে (মানে কলোনি তে) প্রেম ভালবাসা একটি নিয়মিত ব্যাপার হলেও


আমাদের যৌবন কালে (মানে কলোনি তে) প্রেম ভালবাসা একটি নিয়মিত ব্যাপার হলেও, বিষয়টি ছিলো টপ সিক্রেট, এগুলো এমন ভাবে গোপন রাখার চেষ্টা করা হতো যেন মার্কিন যুক্তরাষ্ট্রর অতিগোপনীয় পরমানু কর্মসূচি, অবশ্য গোপন না রেখে উপায়ও ছিলনা, অনেকেই এই সব প্রেম কাহিনী রসিয়ে রসিয়ে অপরের সাথে গল্প করে চরম মজা পেত আর এসব শুনে রোমিও জুলিয়েটের বাপ মার চান্দি গরম হোত।আহ, তখন যদি হিন্দি সিরিয়ালের যুগ থাকতো তাহলে অই গল্পকার রা হিন্দি সিরিয়াল নিয়ে ব্যাস্ত থাকতো, পোলাপাইনের প্রেম কাহিনী নিয়া আজাইরা খাজুরা প্যাচালের সময় পাইতোনা। আফসোস!!

যাক খুশির ব্যাপার হচ্ছে csm colony তে আমরা এখন প্রেম ভালবাসা নিয়ে খোলাখুলি মতবিনিময় আলোচনা ভালোচনা ( ভালো ভালো কথাকে ভালোচনা বলে) করছি। এটা জেনে প্রেম সম্রাট আমাদের হাজি এরশাদ কাক্কু অত্যন্ত খুশি হয়েছেন।

তাকে এই পেজের অনাহারী থুক্কু অনারারী মেম্বার করার জন্য কতৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।

No comments:

Post a Comment