Friday, March 25, 2016

সেইদিন


মেল্টিং সপের চিমনী আর কলোনীর পানির ট্যাংক-এদু"টো জিনিস ছিল আমাদের পরিচয়েরর প্রতীক। একেবারে রেজিটারড ট্রেড মারক করা । স্টীলারদের কেউ কি কখনো কলোনীর পানির ট্যাংক্টির উপরে উঠেছ?

মনে মনে কোন এক গোধুলি বেলায় পানির ট্যাংকের উপরে উঠে পশ্চিম দিকে তাকালে কেমন লাগতো ভাবোত দেখি। মুঠোফোনে স্ন্যাপ নিলে হয়তোবা এমন হোত :

সমুদ্রের কোলে সূর্যটা নুয়ে পড়েছে- নীল আর গোধুলীর আবীরে মাখামাখি,সামনে হয়তো সবুজ 
তরমুজের খেত, তারও সামনে নতুন কলোনির দালান, হোসেন আহম্মদ পাড়ার রাস্তা,আর একেবারে সামনে আমাদের চির চেনা কলোনি গেটের রাস্তা,তার ডানে বি-টাইপ কোয়াটার,জ্যাক্স,বামে আগ্রনী আর সোনালী ব্যাংক। ( জনতা ব্যংকটা হয়তো ফ্রেমে আসতো না)

এইদিন :
আজ বিকেলে ছুটির দিনে গিন্নীকে নিয়ে ছাদে উঠেছিলাম হাটা-হাটি করতে। হাটা শেষ করে নামার আগে গোধুলী বেলার কিছু ছবি তুলেছিলাম।
স্টীল মিল কলোনীর পানির ট্যাংক থেকে তোলা সেই কল্পিত ছবির সাথে তুলনা করে দেখতো।
স্টিল মিলের ছবিটা নিশ্চয় অনেক অনেক সুন্দর।
তাই না ???


No comments:

Post a Comment