Monday, March 7, 2016

মাশুক ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে আমার পুরনো কথা মনে পড়ে গেল


মাশুক ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে আমার পুরনো কথা মনে পড়ে গেল।ভাইয়ার কাছে পড়ার সময় আমরা যখন পরীক্ষা ভীতির কারনে প্রাইভেটে যেতাম না।ভাই বুঝে যেত আমরা ফাঁকি দিয়েছি।যথারীতি বাসায়(মাঝে মাঝে) হাঝির,নয়তো বা ফাঁকিবাজির খবর রাত ১০ টার মধ্যে বাসায় পৌঁছে গেছে। তারপর বাসায় ১০ নাম্বার বিপদ সংকেত। অশেষ শ্রদ্ধা ও কৃতঞ্জতা মাসুক ভাইয়ের প্রতি।ভাইয়ার সুস্থতা কামনা করি।

No comments:

Post a Comment