Monday, March 7, 2016

এক এক মানুষের জীবনের গল্প এক এক রকম


এক এক মানুষের জীবনের গল্প এক এক রকম ।তারপর ও মানুষের দিন চলে যায় জীবনের নিয়মে ।কেউ বা চলে ঝাকানাকা , কেউ বা চলে একা ,কেউ বা চলে. . . . . । কেউ ই থেমে থাকে না ।চলছে জীবন যাত্রা বাড়ী ।চলেই যাচ্ছে ।তেমনি আমরা ও চলে যাচ্ছিলাম যার যার মতো ।হঠাত্‍ এলো CSM COLONY GROUP .জীবনে এল নতুন পরিবর্তন ।একি হলো সবার জীবনে ।সকাল শুরু করি এর আপডেট দেখে ।ঘুমাতে গেলে CSM ,ঘুম ভাঙ্গলে CSM ,অফিসে কাজের ফাঁকে CSM ,খেতে বসে ও CSM ,আরিনকে পড়ানোর ফাঁকে CSM,এমন কি বাথরুমে গেলে ও CSM .রক্তের সাথে মিশে গেছে এই CSM COLONY .তোমায় বড্ড ভালবাসি ।তোমায় অনেক মিস্ করি CSM COLONY.

No comments:

Post a Comment