Sunday, March 6, 2016

বিকাল বেলায়


বিকাল বেলায় আমি রতন, শিপন,সাথে ডালিম ও আছে আমাগো বাসার নিচে C/3 ড্রেনের মধ্যে মারবেল খেলতেছি,মারবেল খেলায় এতো ভালো ছিলাম না, শিপন, ডালিম খুবই ভালো খেলতো ঐ দিন আমরা ৩জনই হারতাছি, রতন এর কাছে আস্তে আস্তে সব মারবেল জমতাছে এতো মারবেল জিতার পর ও রতন কোন ছাড় দিচেছনা আমার কাছে আর কোন মাবেল নেই কি করুম কিছুই বুঝতাছিনা,শেষ দান ও রতন জিতলো, হঠাৎ রতনরে পিছন থেকে ঝাপটাইয়া ধইরা একটা ঝাকি দিলাম রতন এটার জন্য প্রস্তত ছিল না তার হাত থেকে শাটের পকেট থেকে সব মারবেল এদিক ঐদিক ছড়াইয়া ছিটিয়া পড়লো এই সুযোগে আমরা তিন জন কিছু মারবেল নিয়া এদিক ঔদিক দোড়,মনে কিছুটা শান্তি পেলাম, কিন্তু বিপদে পড়লাম আমি আমার বাসা তিনতলায় রতনদের বাসা পার হইয়া আমাদের বাসায় যেতে হবে,রতন তো বাসার দরজা খুলে বসে আসে আমাকে ধরবে বলে, আমি ও পড়ছি মহা ঝামেলায় বিকাল শেষ সূয অস্ত যাচেছ বাসায় না ডুকলে মার হাতে মার খেতে হবে,শিপন দের বাসায় বসে আছি কিভাবে বাসায় যাবো এই চিন্তা হঠাৎ দেখি বুড়ি ওরফে রুনা বতমানে টিটু ভাইয়ের সহধমীনির বাবা বাসায় উঠতাসে তারা আমাদের পাশের বাসা ছিল তার সাথে সোজা বাসায় গিয়ে রতন এর হাত থেকে বাচলাম।

No comments:

Post a Comment