Wednesday, March 16, 2016

csm স্কুলে ক্লাস 4 এ পড়ি ১৯৯৯


csm স্কুলে ক্লাস 4 এ পড়ি ১৯৯৯
মানে এখানকার সিনিয়ার ভাই বেরাদারদের তুলনায় দুধভাত tongue emoticon
মূলকথায় অাসা যাক,স্কুলে নাজিমুদ্দিন স্যার ছিলেন ইংলিশ পড়াতেন। বেশ ভাল বেত চালাতেন!
হুম্মম ঠিক ধরছেন আমাদের গায়ের
উপর smile emoticon
যথারীতি বাসায় এসে অাব্বারে বিচার দিলাম "অাব্বা নাজিমুদ্দিন স্যার বেশি মারে "
আব্বা বলল পড়া না শিখলে তো মারবেই.....
পরের দিন অামার বড় ভাই ও আব্বাকে বলল নাজিমুদ্দিন স্যার ওরে ও কিলান দিছে। তাই অাব্বা অামাকে আর আমার ভাইকে একটা দোয়া শিখাই দিলেন(ফাবি আ...লা... ই রাব্বি কুমা তুকাজ্জিবান) অার বললেন স্যারের সামনে এটা মনে মনে পড়তে...

যথারীতি আমরা দুজন ঐ দোয়া পড়তে লাগলাম আর স্যার ও অাগের মত মাইর দেয় না ঠান্ডা ঠান্ডা ভাব।
তার ঠিক কয়েক দিন পর.....
অামরা দুই ভাই দুষ্টামির এক পর্যায়ে মারামারি করতে লাগলাম আর অাব্বা অামাদের উনার বিখ্যাত মেহেদি গাছের ডাল দিয়ে মারার জন্য দৌড়ান দিল অার অামরা উপায় না পেয়ে জোরে জোরে বলতে লাগলাম.. 
"ফাবি আ...লা... ই রাব্বি কুমা তুকাজ্জিবান" 
অাব্বা হেসে দিলেন.... অার অামরা মাইর থেকে বেচেঁ গেলাম। smile emoticon
বি:দ্র: এই দোয়া সুযোগ বুঝে এখন ও ব্যাবহার হয়।
তাই সাবধান! নয়তো বশে নিয়া আসুম tongue emoticon

No comments:

Post a Comment