মহল্লার বড় মাঠে কাল মার্চ 26 টীমের সাথে ষ্টার স্পোর্টস এর টুর্নামেন্ট এর গুরুত্ববাহী খেলা, নেহাল মার্চ 26 টীমের গুরুত্বপূর্ণ পজিশনের প্লেয়ার, এদিকে কালই দুপুরে নেহালের এক আত্মীয়ার জরুরি অপারেশন, আরো ভয়াবহ ব্যাপার কাল বিকালেই জিনা নেহাল কে দেখা করতে বলছে, এ এক আরেক ভেজাল, যখন নেহাল জিনা কে আসতে বলে তখন জিনা আজ না কাল এখন না তখন বলে ঘুরায়, কিন্তু জিনা যখন নেহাল কে দেখা করতে বলে তখন যে ভাবেই হোক নেহাল কে দেখা করতেই হবে, নড়চড় করার কোন সুযোগ দেয়না জিনা, কিন্ত কাল তো অন্যরকম বিষয়, একেতো কাল এক রিলেটিভ এর অপারেশন, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেহালের মার্চ 26 এর খেলা, কিন্তু এই খেলার কথা জিনা কে কোন মতেই বলা যাবেনা, কেন জানি জিনা মার্চ 26 কে পছন্দ করতো না। তাই আত্নীয়ের জরুরি অপারেশন বলে সেদিনের মত দেখা করা বন্ধ, আসলেতো আত্মীয়ের অপারেশন তো উছিলা ওইটা তো দুপুরেই শেষ হয়ে যাবে, মূল উদ্দেশ্য তো খেলায় অংশ নেওয়া।
দুপুরের মধ্যেই নেহাল হাসপাতাল থেকে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে বিকালের একটু আগে আগেই মাঠের দিকে রওনা দিলো, মাঠে যেতে হয় জিনাদের বাসার সামনে দিয়ে, নেহাল জানে এই সময় টা জিনা ঘুমায়, অতএব জিনার হাতে ধরা পড়ার ভয় নেই। কিন্তু নেহালের কপাল খারাপ, মাঠে যাওয়ার পথেই জিনাদের বাসার সামনে জিনার হাতে ধরা খাওয়া, জিনা শুধু উপর থেকে দাঁত কিড়মিড় করে বলল " নেহাল কাজ টা তুমি ভাল কর নাই"। আসল ব্যাপার হচ্ছে জিনা আগেই খবর পেয়েছিল নেহাল খেলতে যাবে বলেই আজ তার সাথে দেখা করেনি, তাই নেহাল কে হাতে নাতে ধরার জন্যই না ঘুমিয়ে বারান্দায় বসেছিল।
আর এদিকে নেহাল তো ধরা খেয়ে, পুরা আপসেট হয়ে আছে, খেলায় অমনোযোগী তার কারনে চারটা গোল খেলোই, আর মাথা গরম করে রেফারির সাথে দুর্ব্যবহার করার জন্য রেফারি র কাছ থেকে হলুদ কার্ডও পেলো।
রেফারি ছিলো মহল্লারই বড় ভাই সুজা ভাই, সুজা ভাইকে কিভাবে বুঝায় নেহাল, আজ তার মন খুব খারাপ।
No comments:
Post a Comment