Friday, April 1, 2016

আমার আজকের "তৈল মর্দন" যাকে নিয়ে,তাকে নিয়ে ইতিমধ্যে ছোটভাই লিটন(পুলিশ) লিখেছে


আমার আজকের "তৈল মর্দন" যাকে নিয়ে,তাকে নিয়ে ইতিমধ্যে ছোটভাই লিটন(পুলিশ) লিখেছে।আমার দশা অনেকটা আতিক ভাইয়ের মতই-আতিক ভাই রাত ভইরা চিন্তা করল সক্কাল বেলা আমগো ইউনুচ ভাইরে লইয়া জব্বর একখান পোষ্ট দিব,ভোরে উইট্টা দেহে হেই কাম আমগো মামুন ভাই আগেই সাইরা লইছে।

ভদ্রলোকের নাম মোঃ নজরুল ইসলাম ভুঁইয়া (টিংকু)।টিংকু নামেই বেশী পরিচিত।সে আবার ভুঁইয়া বংশের পোলা-তাই মাইন্ডা একটুখানি স্বাভাবিকের চেয়ে বেশী। তবে মনডা জব্বর ভালো।খুবই সাংগঠনিক, সহজ সরল(তবে লেজ নেই),এবং আমাদের (৯৫ ব্যাচের) সবার নিয়মিত খোঁজখবর রাখে। যদি ও সি এস এম বাসীর খবরাখবর ও নিয়মিত নেয়।আমাদের সফল আড্ডার পিছনে তার ভূমিকা মনে রাখার মত।


সি এস এমের একজন সক্রিয় প্রথম শ্রেণীর নাগরিক,যার বন্ধুত্ব সিনিয়র জুনিয়র সবার সাথে।এই নোয়াখাইল্যা পোলাডারে আমরা(৯৫ ব্যাচ) সবাই ভীষণ ভালবাসি।কোন এক অজ্ঞাত কারণে আমার দোস্ত টিংকু কিছুদিন যাবৎ সি এস পেইজে অনিয়মিত,অথচ একটা সময় এই পেইজ তার পদচারণায় মূখর ছিল।মজার মজার সব পোষ্ট দিত।দোস্ত, আমরা (৯৫ ব্যাচ),তথা সি এস এম বাসী তোকে ভীষণ মিস করছি।তুই ফিরে আয় আবার আমাদের মাঝে।মজার মজার পোষ্ট দিয়ে মাতিয়ে রাখ এই পেইজ।তোর কাছ থেকে এই জুম্মার দিনে সুন্দর একটা পোষ্ট আশা করছি।ভাল থাকিস,তুই যেমন লম্বু আল্লাহ তোরে ও সেই রকম লম্বা একটা হায়াত দারাজ করুক।

No comments:

Post a Comment