Farhana Islam Rony আপা যদি বোনদের পাশ কাটিয়ে ভাইদের নিয়ে লিখতে পারেন,তেমনি বোন দের নিয়ে লিখার মত কেউ না কেউ থাকে।আমি না হয় লিখলাম।
প্রথমে বলে রাখি, Jerin Ripa, Nasrin Begum, Rehana Alam,Taslima Khan, Farzana Haque Rini এদের কথা আলাদা করে বলবনা।কারন আমি আগেই এদের নিয়ে লিখেছি।জানি যত দিন বেচে থাকব উনারা আমার শুভাকাঙ্ক্ষী হিসেবেই থাকবেন।আজ বলব অন্যদের কথা। আমাদের নিচতলায় থাকতেন Khurshed Alam Manik ভাইয়ের বোন রুনা আপা।আমাকে আদর করতেন, আবার বকা দিতেন দুপুরে খেলার সময় চিতকার করে উনার ঘুম ভাংগাতাম বলে।আর ছুটি র দিনে গলা সেধে আমার ঘুম ভাঙাত Zinat Farjana মিষ্টি। দারুন গাইত।Farjana Rita ছিল আমাদের দোতলায়।খুব আড্ডা বাজ আর হাসিখুশি মেয়ে। Ishrat Jahan Shaila ছিল আমাদের সামনের বিল্ডিং এ।ছোটবেলায় আমার সাথে গল্পের বই দেয়া নেয়া করছিল।ওকে ওর খালারা খুব সুন্দর ড্রেস দিত। ভাইদের খুব আদরের।ওর মুখে চাটগাঁইয়া কমেন্ট পড়লে আমি হাসি থামাতে পারিনা।
ঝুমুর ঝুম ঝুম আপা কিন্তু দারুন বুদ্ধিমতি মেয়ে।উনার লিখা গুলো পড়লেই বুঝি। Nusrat Jahan একা আপার সাথে উনার দোস্তি দেখতে ভালই লাগে। Farhana Sammi Farhana Sammi Farhana Sammi স্কুলে থাকতে যে চেঁচিয়ে মাথায় তুলত ক্লাস, এখন ওর চিন্তাভাবনা অনেক ম্যাচিউরড। Syeda Raihana Zaker Aunika আমাদের ফ্যাশনদুরস্ত ক্লাসমেট, গ্রুপে রেগুলার থাকতে চায় কিন্তু পারেনা। Kamrun Nesa Runoআপাকে স্কুলে থাকতে দেখতাম বড় বড় চোখ নিয়ে হাটতেন কিন্তু সময়ের কালস্রোত এ আপার সেই চোখে চশমা।Raseda Hoque Raseda খুবই মজার মানুষ ছিলেন,জানিনা এখনো সেরকম আছেন কিনা।
Taskiatun Nur Tania আপা আবার চঞ্চল টাইপের ছিলেন ছোটবেলায়, স্মার্ট ও বটে।কিন্তু এত আন্তরিক এটা পেজে আসার পর বুঝছি। নাহিদ উর্মি আপা খুবই ইমোশনাল। পুরনো কাউকে পেলেই কথার ফুলঝুরি খুলে বসেন। Munne Khodeza আপাকে ভদ্র মেয়ে বলেই জানতাম।এখন ভীষণ অমায়িক। rehana munni মানিক ভাইয়ের বউ কে দেখতাম ঝুটি নাড়িয়ে মানিক ভাইয়ের কাছে পড়তে আসতেন আর বিয়ের পর হিজাবের আড়ালে ঝুটি ঢাকা পড়ছে কিন্তু মিষ্টি হাসি অটুট আছে। Tafsi Fariha মুন্নি আপাকে দেখেছিলাম ঈ টাইপের মক্তবে পড়তে গিয়ে, সবাইকে হাসি আনন্দে মাতিয়ে রেখেছিলেন। Farhana Muna বেলির জন্মদিনে জলকে চলিল কার ঝিয়ারী গানের সাথে দারুন নেচেছিলেন। উনার বড় বোন rakiba khanum luna আপা ছিলেন অতিথি বৎসল।উনাদের বাসায় যত মেহমান আসত,সবার প্রতি আন্তরিকতা দেখাতেন।
Adiba tabassum পিংকি আপাকে দেখেছিলাম ইউনুস ভাইয়ের দোকানে nashid shormi আপার কাছে বন্যাপার বিয়ের কি ঘটনা নিয়ে অভিমান শেয়ার করছেন।পরাগ ভাইয়ের বউ শিল্পী আপা খেলাধুলায় ছিলেন দারুন দক্ষ।মুখে হাসি লেগেই থাকত। Aktari Fahmid Snigdha আমাদের নিচতলার বাসায় কয়েক মাসের জন্য এসেছিল।শান্ত আর খুবই ভদ্র। MunTaha Tabassum মাহফুজ স্যারের মেয়ে।আমি যখন প্রথম ওর লিখা পড়ি মনে হয় ছিল কোন পেশাদার লেখিকা।মেয়েটা মধ্যবিত্তের মোড়কে আধুনিক চিন্তাধারার। Shazi Khan আর Bgm Khadiza এর সাথে স্কুলে থাকতে তেমন কথা না হলেও পেজে আসার পর বুঝি মনের দিক দিয়ে এরা অনেক উদার। Shamima Bithi আপার কথা বলতে গেলেই বলতে হয় কলোনি র প্রতি উনার টানের কথা। যেকোন ছুতোয় ছুটে আসতে চান প্রানের শহরে। Umama Iqbalহল ফেসবুক স্টার আমার চোখে।ম্যাচিউরড লিখা লিখে।ফটোগ্রাফি র অনেক কিছু বোঝে।
Jashim Uddin ভাইয়ের বউ দিলরুবা আপা আমাদের দোতলায় পড়তে আসতেন রিনা আপাদের বাসায়।ভিরু ভিরু চোখে তাকাতেন।শান্ত,স্নিগ্ধ মানুষ। rezina akter রিনা আপাও অনেক মজা করতে পারতেন।ছোট বাচ্চাদের খুব আদর করতেন। Ismat jahan মিনু আপাও সবসময় বুদ্ধিমতী র ভাব ধরে রাখতেন,আর মুচকি মুচকি রহস্যময় হাসি দিতেন।এখন শওগাত ভাইয়ের বউ।
Farhana Islam Rony আপা একবার কে এলরে মরু আরবে নাত গেয়ে পুরস্কার জিতেন। জটিলতা নিয়ে ভাবেন না।জীবনকে সহজ ভাবে দেখেন।
Shahnaz Konaআপার হাসিটা যেমন সুইট তেমন ব্যবহার টাও।কোন প্যাঁচ নাই।সাধাসিধা চিন্তাভাবনা। আর আছে Chand Sultana আপা।যদিও চাঁদের নিজের কোন আলো নাই,কিন্তু উনার আছে।সেই আলোয় আশেপাশের মানুষগুলোকে আলোকিত করেন।কাভি খুশি কাভি গাম মুড উনার।
সবশেষে নিজের বোন Sharmin Elahi যিনি ছোট কাল থেকেই আমার সব ভালোর প্রতি খেয়াল। বেশি ইমোশনাল তাই আশেপাশের মানুষগুলো ভুল বুঝে।তবে সব ভাইদের পাশে এরকম বোন থাকলে জীবন টা অনেক সুন্দর হবে।
কলোনি র এত গুলো বোনের গুণের কথা আসলে লিখতে গেলে কলমের কালি শেষ হবে কিন্তু গুন লিখে ফুরাতে পারব না,তাই সবার সুখি, সুস্থ জীবন কামনা করে আজ তাহলে এতটুকুতেই শেষ করি
No comments:
Post a Comment