Sunday, April 3, 2016

আহসানুল তারিক (তারিক)


তারিক ৯৪ ব্যাচ,কলোনীতে থাকতে ভাল গোলকিপার ছিল,এবং ক্রিকেট খেলতো।ফাস্ট বোলিং করতো।মিঠু ভাইয়ের শিষ্য ছিল।

বাসা ছিল সি টাইপে, মাঠের সাথে।সব- সময় স্টাইল করে চলতে পছন্দ করতো।স্কুলে গিটার বাজিয়ে ভাল সুনাম অজর্ন করে ছিল ভাইটি।প্রায় সময় দেখতাম ঘারটা খালি ঘুরায়,মনে করেছিলাম মুদ্রা দোষ।কিন্তু না ভাই টির এইটাই তার স্পাইনাল কর্ড এর সমস্যা।যার কারণে ভাইটি এখন বিছানাতে।

রাত জেগে জেগে কমেন্ট করে সবার সাথে।
তার কারণে আমরা অনেকাংশে আজ আবার এক মহতি কাজে একএিত হতে পেরেছি।
সবাই ভাই টির জন্য দোয়া করবেন, যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
কারন এই পেজে সকলে আমরা আমরাইতো।


No comments:

Post a Comment