Sunday, April 17, 2016

বাবা মৃত্যর আগে সবসময় ১টা কথা বলত


বাবা মৃত্যর আগে সবসময় ১টা কথা বলত, মা হচেছ মায়া, আর বাবা হচেছ ছায়া, এখন বুঝবিনা মারা গেলে ঠীক বুঝবি, তখন আর বুঝেও কোন লাভ হবে না, তখন বাবা বলত, কিনতু এইকান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতাম, এখন বুঝি, কিনতু বুঝেও কিছু করার নাই, আসলে বাবা ছায়া আর অন্যর ছায়া মধ্য অনেক পার্থক্য, লিখাটা লিখতে বার বার চোখ বিজে যাচিছল, তাই গুছি এ লিখতে পারলাম না, মাফ করবেন

No comments:

Post a Comment