Monday, April 25, 2016

গেল শুক্রবার ছেলে মেয়েকে হাটতে বের হয়ে খুব ভাল লাগলো

- Hamytur Rahman

গেল শুক্রবার ছেলে মেয়েকে হাটতে বের হয়ে খুব ভাল লাগলো, আমার ঘরের খুব কাছে ফিসারি ঘাট কর্ণফুলির পারে মনোমুগধ পরিবেশে সময়টা ভালই কাটলো। বাড়তি পাওনা হিসেবে পাবে জেলেদের জীবন যুদ্ধের সাথে পরিচয়, নৌকা ভ্রমন এবং স্নিগ্ধ বাতাসের পরস। ও হে আরো আছে আমার ঘরে এসে ভাবির হাতের চা, বেলা বিস্কুট অথবা মুড়ি চনাচুর। সময় করে বেরিয়ে যাও সকলকে আমন্ত্রন।

No comments:

Post a Comment