Monday, April 25, 2016

মৃত্যু


কাব্য সাহেবকে অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি চিন্তিত মনে হচ্ছে।গত রাত্রে তিনি একটি ভাইরাসের সেলুলোজ নিয়ে গবেষনা করছিলেন।ওই ভাইরাস টার কোষগঠন প্রক্রিয়াদি অন্যান্য ভাইরাস গুলোর মতো নয়।এই ভাইরাস টি তে একধরনের প্রোটিন রয়েছে যা মানুষের শরীরের রোগপ্রতিরোধ কারী কোষগুলো বা তন্ত্রগুলোকে মুহুর্তেই অস্বাভাবিক করে দিতে পারে।ডঃ কাব্য কিছুদিন ধরে এর প্রতিষেধক এন্টিসেপ্টিন তৈরিতে ব্যস্ততম সময় পার করছেন।এই ভাইরাসটি এখন ও তেমনভাবে ছড়িয়ে পড়েনি। ভাইরাস টির আক্রমন মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম নাকি সে বিষয়ে জোড় গবেষণা চলছে।

(চলবে)

No comments:

Post a Comment