Monday, April 25, 2016

সংবিধিবদ্ধ সতর্কীকরণ -২


বাস্তব জীবনে সাপ খুব একটা দেখি নাই। আর দু মাথা সাপ? প্রশ্নই আসে না। যা দেখেছি সিনেমায় দেখেছি। কিন্তু কিছু মানুষের চরিত্র দু'মুখো সাপের মতো দেখা যায়। আপনার সামনে আসলে এক কথা আবার আরেক জনের সামনে গেলে আরেক কথা। আপনার সামনে আসলে আরেকজনের বদনাম করবে আবার আরেকজনের সামনে গেলে আপনার বদনাম করবে। যেটা খুবই গর্হিত কাজ। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি। যে আমার সামনে আরেক জনের বদনাম করবে আমি নিশ্চিত আরেক জনের সামনে গেলে সে আমার বদনাম করবে। আপনি হয়তো বলতে পারেন, আপনি ঠিক থাকলে আপনার নামে কি বদনাম করবে। কিন্তু মনে রাখবেন যারা বদনাম করার লোক তাদের কোন ইস্যু লাগে না। তারা যে কোন ইস্যুতেই আপনার নামে বদনাম করতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় তারা এমন ভাবে সুন্দর করে গুছিয়ে বলে আপনি বিশ্বাস করতে বাধ্য। তাই আপনাকে আবারও বলছি এই ধরনের লোকের কথা বিশ্বাস করার আগে একবার ভাবুন। যেভাবে আপনার সামনে আরেকজনের কুৎসিৎ বলছে, আপনার কথা আরেকজনকে বলছেনাতো??

No comments:

Post a Comment