Monday, April 4, 2016

আমার একমাত্র ভাই বা‌পেন


আমার একমাত্র ভাই বা‌পেন।চাচিরা ভেজাল বল‌তো,আস‌লেই একটু বে‌শি ই ভেজাল করত।‌ছোট‌বেলায় ছাত্র অতো ভা‌লো না থাক‌লে ও বড় হ‌তে হ‌তে বেশ ভা‌লো ছাত্র হই‌ছে।আ‌রেক ভাই শু‌ভো এর সা‌থে Competition ছিল চরম।class 6 এর জয়নুল বৃত্তি না পাওয়া‌তে আম্মার কি রাগ,৩\৪‌দিন কথাই ব‌লে নাই ভাই এর সা‌থে।‌সেই রাগ এর result এরপর আর কোন বৃত‌ি্িত বাদ যায়‌নি।class 8 এর বৃ‌ত্তির result দি‌সে,ভাই তো ভ‌য়ে শেষ,তার হা‌তের লেখা আবার যা তা,তাই কোনই আশা নাই,যাই হোক আব্বু office থে‌কে paper পাঠা‌চ্ছ‌ে in the mean time খবর হ‌য়ে গে‌সে শুভ ভাই talentpool এ পাই‌সে,আর যায় কই আমার ভাই,বকা শু‌নে ভচকায় কনা আপার সা‌থে ব‌সে আছে,paper আস‌লো,‌কোথাও roll no নাই,আম্মা তো এখু‌নি ফে‌টে যায় তখ‌নি কনা আপা বলল "চা‌চি talentpool টা দে‌খি",আম্মা পাত্তাই দি‌লো না,কনা আপা দে‌খে ভাই এর roll talentpool এ ই...আর কনা আপার খু‌শি কে দে‌খে,ম‌নে হ‌চ্ছি‌লো উনি ই পাই‌সেন।আর তারপর থে‌কেই ভাই এর ভা‌লো ছাত্র হওয়া শুরু।আর সেই শু‌ভো ভাই আর বা‌পেন ভাই এখনও খুব ভা‌লো বন্দ্ধু।


No comments:

Post a Comment