Sunday, May 15, 2016

আমি এই পেইজ এর সব ভাই ও বোন দের বলছি


আমি এই পেইজ এর সব ভাই ও বোন দের বলছি এইটা কোন ঝগড়া বা রাগ না তোমরা যারা পেইজ এ আছো তারা তোমাদের মত লিখ,কমেন্টস কর,মজা কর কোন সমস্যা নাই,আমি টিঙ্কুর এই পোস্ট দেখে আমি সরাসরি রাসেল এর কাছ থেকে জানতে চাই, কেন বা কি কারনে রাসেল পেইজ এ নাই তাকে কি কেউ এই পেইজ থেকে বের করে দিয়েছে ,যদি এই প্রশ্নের উত্তর হা হয় তা হলে সে কে এবং কেন ব্যাখ্যা লিখ বা বল, আর যদি তা না হয় তা হলে তুমি কেন এই পেইজ থেকে বের হয়ে গেলে কি এমন কারন তা ব্যাখ্যা কর।আমি বেক্তিগত ভাবে তোমার সাথে অনেক কথা বলেছি বা বলি তুমি কোন সময় আমাকে কিছু বলনি আমি তোমাকে প্রথম প্রথম বলেছি কিরে তুই পেইজ এ লিখিস না কেন? তুমি বলেছিলে ভাই নতুন ব্যাংক নিজেকে একটু এডজাস্ট করাইনি তারপর কিন্তু এখন তুমি পেইজ এ নাই কেন এই কারন টা তুমি সরা সরি ব্যাখ্যা কর আমি অন্য কারো কাছ থেকে শুনে কিছু বিশাস করবো না।

No comments:

Post a Comment